টানা বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি আসানসোলে, জল ঢুকল রানীগঞ্জ শিল্পাঞ্চলেও
জলে ডুবেছে আসানসোল রেলপার এলাকার রামকৃষ্ণডাঙ্গা, ধাদকা, জাহাঙ্গীর মহল্লা, হাজি কদম রসুল স্কুল সংলগ্ন এলাকা
নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টি, সঙ্গে যোগ হয়েছে এলাকার নদীগুলির জলস্তরের বৃদ্ধি। সবমিলিয়ে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হল আসানসোল ও সন্নিহত এলাকায়।
আরও পড়ুন-সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস, মৃত ২ শ্রমিক, গুরুতর আহত আরও ৫
তিন ধরে কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়ে চলেছে আসানসোল(Asansol) ও সন্নিহত এলাকায়। এতে ডুবল আসানসোলের বেশকিছু এলাকা। এর পাশাপাশি আসাসোলের গাড়ুই ও নুনিয়া নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ডুবে গিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলি। ইতিমধ্যেই উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকার মানুষজন।
আরও পড়ুন-Covid Update:দেশে নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত দেড় হাজারের কিছু বেশি
জলে ডুবেছে আসানসোল রেলপার এলাকার রামকৃষ্ণডাঙ্গা, ধাদকা, জাহাঙ্গীর মহল্লা, হাজি কদম রসুল স্কুল সংলগ্ন এলাকা। এর পাশাপাশি আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে দিলদারনগরও। জল ঢুকেছে নিয়ামতপুর ও আসানসোল রানীগঞ্জ(Raniganj) শিল্পাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)