পঞ্চায়েত রায় নিয়ে কী বললেন পার্থ?
এদিনের রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই। উন্নয়নের ধারা অব্যহত থাকবে। মা মাটি মানুষের জয়। বিরোধীদের বোঝা উচিত সব আইন মেনেই হয়েছে।'
নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায়কে স্বাগত জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় স্বস্তিমাখা হাসি ছিল তাঁর গালে। পার্থবাবু বলেন, প্রমাণ হয়ে গেল সব কিছু আইন মেনেই হয়েছে।
শুক্রবার পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী আসনগুলিতে ফের নির্বাচনের দাবিতে দায়ের মামলার রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রায়ে বিচারপতিরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী আসনের ফল প্রকাশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দেন। একই সঙ্গে ওই আসনগুলির ফলপ্রকাশের নির্দেশ দেয় আদালত। সঙ্গে বিচারপতিরা বলেন, 'যারা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন তাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন।' একই সঙ্গে ভাঙড়ে অনলাইনে গৃহীত মনোনয়নগুলিও অবৈধ ঘোষণা করে আদালত।
লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের শোধ নেবে পশ্চিমবঙ্গের মানুষ: দিলীপ ঘোষ
এদিনের রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই। উন্নয়নের ধারা অব্যহত থাকবে। মা মাটি মানুষের জয়। বিরোধীদের বোঝা উচিত সব আইন মেনেই হয়েছে।'
এদিনের রায়ের পর জেলায় জেলায় উত্সবে মাতেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পরও দীর্ঘদিন বোর্ড গঠন না-হওয়ায় অনেক জায়গায় আটকে রয়েছে উন্নয়নের কাজ। ফের সেই কাজ শুরু হবে বলে খুশি গ্রাম পঞ্চায়েতগুলির বাসিন্দারা।