লকারের চাবি না পেয়ে বাবা, মাকে পেটাল ছেলে

লকারের চাবি না পেয়ে বাবা, মাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপাল ছেলে। ছেলের হাত থেকে প্রাণে বাঁচকে পাঁচিলে উঠে বসে রইলেন বাবা। অন্যদিকে প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা। অভিযুক্ত ছেলে অমিত মল্লিককে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Dec 13, 2017, 09:11 PM IST

নিজস্ব প্রতিবেদন : লকারের চাবি না পেয়ে বাবা, মাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপাল ছেলে। ছেলের হাত থেকে প্রাণে বাঁচকে পাঁচিলে উঠে বসে রইলেন বাবা। অন্যদিকে প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা। অভিযুক্ত ছেলে অমিত মল্লিককে গ্রেফতার করেছে পুলিস।

কাটোয়ার মাধবীতলার বাসিন্দা তাপস মল্লিক। তাঁর অভিযোগ, ছেলে অমিত তাঁর কাছে লকারের চাবি চায়। তিনি সেটা না দিতেই তাঁর উপর চোটপাট শুরু করেন অমিত। তাঁকে ও মা বুলুরানি মল্লিককে মারধর শুরু করেন অমিত। টাকার জন্য প্রায়ই ছেলে আমিত তাদের মারধর করত বলে অভিযোগ। এমনকি অত্যাচারের অভিযোগে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় অমিতের স্ত্রী পদ্মাবতী মল্লিক।

আরও পড়ুন, বাড়ি ফেরার পথে অপহৃত ল ক্লার্ক, মুক্তিপণ না পেলে খুনের হুমকি

পুলিস জানিয়েছে, জেরায় নিজের অপরাধ কবুল করেছে অমিত। আহত তাপস মল্লিক বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

.