Train Derailed: হাওড়া শাখায় লাইনচ্যুত এক্সপ্রেস, আপ-ডাউনে আটকে বহু ট্রেন, নাকাল যাত্রীরা

জানা গিয়েছে, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে বেশ কিছু দূরপাল্লা এবং লোকাল ট্রেন। ডাউন লাইনে আটকে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, মুম্বাই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস। 

Updated By: Jul 3, 2022, 07:20 PM IST
Train Derailed: হাওড়া শাখায় লাইনচ্যুত এক্সপ্রেস, আপ-ডাউনে আটকে বহু ট্রেন, নাকাল যাত্রীরা

দেবব্রত ঘোষ: হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় লাইনচ্যুত একটি আপ পার্সেল এক্সপ্রেস। সাঁকরাইলের ও আবাদা স্টেশনের মাঝে লাইনচ্যুত। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। এর জেরে ব্যাহত ট্রেন পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন। বাতিল বেশ কিছু লোকাল ট্রেনও।

জানা গিয়েছে, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে বেশ কিছু দূরপাল্লা এবং লোকাল ট্রেন। ডাউন লাইনে আটকে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, মুম্বাই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস। 

আপ লাইনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমনি এক্সপ্রেস, হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। ফলে অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.