আগেই বলেছিলাম, বিজেপি আদালতে তথ্য গোপন করেছে, পঞ্চায়েত মামলায় বললেন কল্যাণ

এদিন সাংবাদিকদের সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গতকালই বলেছিলাম বিজেপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে তথ্য গোপন করছে। এদিন আমার অভিযোগে স্বীকৃতি দিয়ে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি। 

Updated By: Apr 12, 2018, 02:31 PM IST
আগেই বলেছিলাম, বিজেপি আদালতে তথ্য গোপন করেছে, পঞ্চায়েত মামলায় বললেন কল্যাণ

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার 

আদালতের রায় প্রকাশ্যে আসার পরই সরকারের তরফে একথা জানানো হয়। আদালত সূত্রের খবর শুক্রবারই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

এদিন সাংবাদিকদের সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গতকালই বলেছিলাম বিজেপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে তথ্য গোপন করছে। এদিন আমার অভিযোগে স্বীকৃতি দিয়ে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি। 

এদিনের স্থগিতাদেশকেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ কল্যাণবাবু। তাঁর কথায়, নথি জমা দেওয়ার জন্য কমিশনকে ১৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে আদালত। সেই পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হয়েছে। 

.