পঞ্চায়েতের প্রথম বলি বাঁকুড়ায়, প্রাণ হারালেন বিজেপির সম্ভাব্য প্রার্থী
বাঁকুড়ার রানিবাঁধে মৃত্যু বিজেপির সম্ভাব্য প্রার্থী অজিত মুর্মুর।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের প্রথম বলি। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারালেন বাঁকু়ড়ায় রানিবাঁধের বিজেপি নেতা অজিত মুর্মু। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী কালোবরণ দাস।
বাঁকুড়ার রানিবাঁধ মণ্ডলের সম্পাদক ৪২ বছরের অজিত মুর্মু। পঞ্চায়েতে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। বুধবার বিডিও অফিসে দলের অন্যান্য প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন অজিত মুর্মু। বিজেপির অভিযোগ, বিডিও অফিসের সামনেই তাঁদের নেতাৃ-কর্মীদের উপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া-রানিবাঁধ সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধ তুলতে আসে পুলিস। অভিযোগ, পুলিসের সঙ্গেই আসে দুষ্কৃতীরা। লাঠি, রড নিয়ে বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় তারা। গুরুতর জখম অজিত মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় অজিত মুর্মুর।
#WestBengal: A BJP worker, Ajit Murmu died in hospital where he was admitted after being allegedly thrashed by TMC workers in Bankura's Ranibandh earlier today,
— ANI (@ANI) April 4, 2018
সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী কালোবরণ দাস। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতায়।
আরও পড়ুন- সংসদের অধিবেশন পণ্ড হওয়ায় বেতন ও ভাতা নেবেন না বিজেপি সাংসদরা