Jyotipriya Mallick: গ্রেফতার বনমন্ত্রীর বেনামে প্রচুর সম্পত্তি বর্ধমানে, অভিযোগ বিরোধীদের

গ্রামে নামে, বেনামে প্রচুর সম্পত্তির রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক ও তার পরিবারের। এমনটাই অভিযোগ বিরোধীদের। পূর্বখাঁপাড়া গ্রামে রয়েছে মন্ত্রীর বিলাশবহুল প্রসাদপ্রোম একটি বাড়ি। এই বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়া। মন্ত্রীর বাড়ি লাগোয়া রয়েছে রেশন দোকান। এই রেশন দোকানটি মন্ত্রীর এক ভাইয়ের নামে রয়েছে। 

Updated By: Oct 27, 2023, 12:59 PM IST
Jyotipriya Mallick: গ্রেফতার বনমন্ত্রীর বেনামে প্রচুর সম্পত্তি বর্ধমানে, অভিযোগ বিরোধীদের
নিজস্ব চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেশন দূর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিকের নাম উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির তালিকায়। সেই পরিপেক্ষিতে মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিকের কলকাতার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডি-এর তল্লাশি চলেছে। কলকাতায় তল্লাশি চললেও মন্ত্রীর গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পূর্বখাঁপুর শুনশান।

গ্রামে নামে, বেনামে প্রচুর সম্পত্তির রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক ও তার পরিবারের। এমনটাই অভিযোগ বিরোধীদের। পূর্বখাঁপাড়া গ্রামে রয়েছে মন্ত্রীর বিলাশবহুল প্রসাদপ্রোম একটি বাড়ি। এই বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়া। মন্ত্রীর বাড়ি লাগোয়া রয়েছে রেশন দোকান। এই রেশন দোকানটি মন্ত্রীর এক ভাইয়ের নামে রয়েছে।

আরও পড়ুন: Ration Scam | Jyotipriya Mallick: বোলপুরে বালুর ৬ কোটির বাংলো! পার্থর 'অপা'র পর এবার নজরে শান্তিনিকেতনের 'দোতারা'

মন্ত্রী তার নিজের প্রভাব খাটিয়ে নিজের পরিবারের সদস্যদের নামেও রেশন দোকান সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে পিছু পা হননি এমনটাই অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রী ও তার পরিবারের প্রচুর স্থাবর, অস্থাবর সম্পত্তি রয়েছে গ্রামে এমন অভিযোগ করেছে বিরোধীরা।

আরও পড়ুন: Lakshmi Puja | Jalpaiguri: রাত পোহালেই লক্ষ্মী পুজো, জলপাইগুড়ির বাজারে আকাশ ছুঁয়েছে দাম

মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় একটি আইটিআই কলেজ রয়েছে মন্ত্রীর ভাইয়ের নামে। তা বেশ কয়েক বিঘা সম্পত্তিতে তৈরী হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির হানা দারি শুরু হতেই এই কলেজের সাইনবোর্ডটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিকের পরিবারের অতীতে যত সম্পত্তি ছিলো, মন্ত্রী হবার পরে তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তির পরিমান বহু গুন বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ৭০-৮০ বিঘা সম্পত্তি মল্লিক পরিবারের কাছে রয়েছে বলে বিরোধী দলগুলির তরফে অভিযোগ করা হয়েছে। পূর্বখাঁপাড়া গ্রাম সূত্রে খবর, মন্ত্রী নিজের গ্রামেও মন্ত্রিত্বের প্রভাব খাটাতে পিছু পা হতেনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.