অপারেশন প্রতাপপুর, জলবন্দিদের উদ্ধারে তত্পরতা তুঙ্গে

Updated By: Jul 29, 2017, 12:13 PM IST
অপারেশন প্রতাপপুর, জলবন্দিদের উদ্ধারে তত্পরতা তুঙ্গে

ওয়েব ডেস্ক: অপারেশন প্রতাপপুর। জলবন্দিদের উদ্ধারে তত্‍পরতা তুঙ্গে। প্রাথমিকভাবে জলপথেই দুর্গতদের সরানোর চেষ্টা হবে। জানিয়েছেন জেলা পুলিস সুপার ভারতী ঘোষ। প্রায় ডুবতে বসা বাড়িগুলিতে টানা কয়েকদিন ধরে আটকে বহু মানুষ। তাঁদের মধ্যে রয়েছে মহিলা, শিশুরাও। এয়ারলিফ্ট করার প্রশ্নে তাঁরা অনেকেই নিমরাজি। পড়ে যাওয়ার আশঙ্কায় ভীত তাঁরা। এই অবস্থায় জলপথেই কোনওভাবে তাঁদের কাছে পৌছনো যায় কিনা, সেই পথ খোঁজার চেষ্টা চলছে। তবে জলের প্রচণ্ড স্রোতের কারণে স্পিড বোট বাড়িগুলি পর্যন্ত পৌছতে না পারায় সমস্যা থেকে যাচ্ছে সেই এক তিমিরে। খাবার ও জল সঙ্কট সমস্যার খানিকটা সুরাহা করতে, কপ্টারে দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। তবে ভগ্নপ্রায় বাড়িগুলি থেকে তাঁদের বের না করা পর্যন্ত বিপদ পুরোপুরি কাটবে না। ফার্স্ট অপশন, স্পিড বোট। তা কাজে না এলে, আকাশপথেই ফের উদ্ধার প্রক্রিয়া শুরু হবে। জেলা পুলিস সুপার ভারতী ঘোষ নিজে গতকালও হাজির ছিলেন ঘটনাস্থলে। স্পিড বোটে দুর্গতদের কাছে পৌছনরও চেষ্টা করেন তিনি। তবে তা সম্ভব হয়নি। 

.