আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনে ধৃত ১

প্রসঙ্গত, গত ৭ তারিখ বাড়ির পাশে মাঠ থেকে আদিবাসী তরুনীর মৃতদেহ উদ্ধার হয়। 

Updated By: Nov 12, 2018, 01:49 PM IST
আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনে ধৃত ১

নিজস্ব প্রতিবেদন: আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত।  ধৃতের নাম খগেন বাউড়ি। ঘটনাটি বীরভূমের লোকপুর থানার।  সোমবার সকালে খগেনকে স্থানীয় দেবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে লোকপুর থানার পুলিস।

আরও পড়ুন:  ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...

প্রসঙ্গত, গত ৭ তারিখ বাড়ির পাশে মাঠ থেকে আদিবাসী তরুনীর মৃতদেহ উদ্ধার হয়।  পরিবারের লোকেরা অভিযোগ করেন ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে।  ঘটনায় অভিযোগের তির ওঠে খগেন বাউড়ির বিরুদ্ধেই।  পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে খগেন বাউড়িকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন: পাড়ার ছোকড়া ছেলেপুলে নয়, পূর্বস্থলী থানার এই ২ পুলিস কর্তার কীর্তি শুনে চমকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও!

জানা গিয়েছে, ধৃত খগেনের বাড়ি পাশের গ্রাম নওপাড়ায়। ঘটনার দিন তাকে দেবগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে।  ধৃতকে সোমবার আদালতে পেশ করা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিস।

 

.