ভাঙড়কাণ্ডে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন আরাবুলের

২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিল বারুইপুর আদালত।

Updated By: Jul 23, 2018, 03:28 PM IST
ভাঙড়কাণ্ডে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন আরাবুলের

 নিজস্ব প্রতিবেদন:   জামিন পেলেন আরাবুল ইসলাম। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিল বারুইপুর আদালত। ভাঙড়ে হাফিজুল মোল্লা খুনের অভিযোগে গ্রেফতার করা হয়

আরও পড়ুন: লড়াই সার্থক! অবশেষে কাটল মেডিক্যাল জট

পঞ্চায়েত নির্বাচনের আগেই জমি রক্ষা কমিটির সদস্য বনাম আরাবুল বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ এই হামলার জেরেই মৃত্যু হয়েছিল জমিরক্ষা কমিটির সদস্য হাফিজুল মোল্লা ৷ এই ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করে পুলিশ ৷ সেই মামলাতেই আরাবুলের জামিনের আবেদন খারিজ করল আদালত ৷

আরও পড়ুন: বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

এর আগে ১৩ জুন সরকারি আইনজীবী বারুইপুর আদালতে আরাবুলের জামিনের আবেদন করেন। নিহতের পরিবারের পক্ষে আইনজীবী কল্যাণ চট্টোপাধ্যায় ও সোমনাথ মিস্ত্রি আরাবুলের জামিনের বিরোধিতা করেন। এদিকে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত থাকেন আরাবুল। সেই কারণে সেবার আরাবুলের জামিনের আবেদন রিজার্ভে রেখে খারিজ করে দেয় বারুইপুর আদালত।

 

 

.