Canning: কে করবে সৎকার? হাসপাতালের বেডে ১৮ ঘণ্টা পড়ে মরদেহ!
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য জানান, দেহ সৎকারের পরিকাঠামো তাঁদের নেই। এই অবস্থায় দীর্ঘ ১৮ ঘণ্টা হাসপাতালের বেডে দাবিহীনভাবে পড়ে থাকে ওই বৃদ্ধার দেহ।
প্রসেনজিত্ সরদার: হাসপাতালের বেডে ১৮ ঘণ্টা ধরে পড়ে মরদেহ! সৎকার করার লোক নেই! শেষে ক্যানিং থানার পুলিসের হস্তক্ষেপে মৃতদেহ সৎকার হল এক বৃদ্ধার। গত ৪ জানুয়ারি জীবনতলা থানা এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা এক বৃদ্ধাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা কোনওভাবেই বৃদ্ধার সাথে সম্পর্ক রাখেননি। তাই অসুস্থ অবস্থায় জীবনতলা থানা এলাকায় এক বাড়িতে ওই বৃদ্ধার একা পড়ে থাকার খবর পেয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসে।
ওই বৃদ্ধাকে নিয়ে ক্যানিং মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। কিন্তু চিকিৎসা চলাকালীন ওই দিন গভীর রাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। অভিযোগ, এরপর দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা টানাপোড়েন চলতে থাকে মৃতদেহ কে বা কারা সৎকার করবে। এই টানাপোড়েনে ১৮ ঘণ্টা হাসপাতালেই পড়ে থাকে দেহ। ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য জানান যে, তাঁদের দেহ সৎকার করার মতো কোনও পরিকাঠামো নেই। এমত অবস্থায় দীর্ঘ ১৮ ঘণ্টা হাসপাতালের বেডেই দাবিহীনভাবে পড়ে থাকে ওই বৃদ্ধার দেহ।
এই দিকে দীর্ঘক্ষণ হাসপাতালের বেডে মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশে থাকা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা। শেষে খবর পেয়ে এগিয়ে আসে ক্যানিং থানার পুলিস। তারপর ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের তৎপরতাতেই ওই বৃদ্ধার দেহ সৎকার করা হয়।
আরও পড়ুন, Malbazar: জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)