'মৃত' রোগীকে ভেন্টিলেশনে রেখে টাকা দাবি নার্সিংহোমের

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের নার্সিংহোম। মূল গেটে তালা লাগিয়ে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়-পরিজনরা। অভিযোগ, রোগী মারা যাওয়ার পরও ভেন্টিলেশনে রাখার নাম করে অতিরিক্ত টাকা চায় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেই টাকা মেটানোর পরই মৃত ঘোষণা করা হয় আজিম আলি মোল্লাকে।

Updated By: Feb 3, 2018, 05:52 PM IST
'মৃত' রোগীকে ভেন্টিলেশনে রেখে টাকা দাবি নার্সিংহোমের

নিজস্ব প্রতিবেদন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের নার্সিংহোম। মূল গেটে তালা লাগিয়ে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়-পরিজনরা। অভিযোগ, রোগী মারা যাওয়ার পরও ভেন্টিলেশনে রাখার নাম করে অতিরিক্ত টাকা চায় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেই টাকা মেটানোর পরই মৃত ঘোষণা করা হয় আজিম আলি মোল্লাকে।

জয়নগরের পাতপুকুরের বাসিন্দা বছর পয়ষট্টির আজিম আলি। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করাতে আনা হয়। ডাক্তাররা জানান, রোগীর অবস্থা খুবই খারাপ এবং ভেন্টিলেশনে রাখতে হবে। অভিযোগ, এজন্য আগেই মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সেই টাকা দেওয়ার পরই রোগী মৃত বলে জানান ডাক্তাররা।

আরও পড়ুন, এক সপ্তাহের মধ্যেই স্থায়ী উপাচার্য পাবে বিশ্বভারতী, অস্থায়ী উপাচার্য নিয়োগ করে জানাল দিল্লি

এরপরই ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সবাইকে আটকে বিক্ষোভ শুরু হয়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল এবং পরিবারের লোকজন তাঁকে ভেন্টিলেশনে রাখতে রাজি হয়নি। অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রোগীকে নামানোর পথেই মৃত্যু হয় তাঁর।

.