Bhatpara: ফের ভাটপাড়ায় শুটআউট, পর পর ৬টি গুলিতে নিহত যুবক

অভিযোগ, চা ও সিগারেট খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে ৬ রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাঁর মাথায় গুলি লাগে।

Updated By: Jul 2, 2022, 02:06 PM IST
Bhatpara: ফের ভাটপাড়ায় শুটআউট, পর পর ৬টি গুলিতে নিহত যুবক
নিজস্ব চিত্র।

বরুণ সেনগুপ্ত: ফের গুলি করে খুনের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে ধূমপান করাতে চেয়ে ডেকে নিয়ে গিয়ে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। নিহত যুবক সালামউদ্দিন আনসারি মুকুল (২৪) পেশায় পুরসভার ঠিকাদার ছিল বলেই সূত্রের খবর। পর পর ৬ টি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। 

ঠিক কী ঘটেছে ভাটপাড়ায়?‌ 

ঠিকাদারের পাশাপাশি সিন্ডিকেটের ব্যবসাও ছিল নিহত যুবকের। অভিযোগ, চা ও সিগারেট খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে ৬ রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাঁর মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই ভাটপাড়া পৌরসভার সাড়ে ৪ লক্ষ টাকার বরাত পান মুকুল। একই দিনে আরও একটি ২.৫০ লক্ষ টাকার বরাত পান পঙ্কজ। এই শক্রুতা থেকেই হামলা কি না তা খতিয়ে দেখছে পুলিস। ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, কী কারণে মুকুলকে খুন করা হল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন, Kharagpur: ডাক্তারবাবু লেখেন এক, দোকানদার পড়েন আরেক! সুগারের রোগী একমাস খেলেন চড়া হার্টের ওষুধ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.