উদ্ধারে এগিয়ে এল না কেউ, বৃষ্টিতে ভিজে প্রায় ১০ ঘণ্টা রাস্তায় পড়ে রইলেন অসুস্থ মহিলা

স্থানীয়রা জানাচ্ছেন, গুরুতর অসুস্থ ওই কার্যত ধুঁকছিলেন তিনি। এখনও তাঁর কোনও পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার থানায় জানিয়েও মহিলাকে কোনও কাজ হয়নি। 

Updated By: Aug 22, 2020, 11:57 AM IST
উদ্ধারে এগিয়ে এল না কেউ, বৃষ্টিতে ভিজে প্রায় ১০ ঘণ্টা রাস্তায় পড়ে রইলেন অসুস্থ মহিলা

নিজস্ব প্রতিবেদন: আবার অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল শহর। এবার ঘটনাস্থল খাস কলকাতার এন্টালির মতিঝিল লেন। সূত্রের খবর, শুক্রবার সারারাত রাস্তায় বৃষ্টিতে ভিজেছিলেন মহিলা। শনিবার ভোরে অজ্ঞাত পরিচয়ের ওই মধ্যবয়স্ক মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানাচ্ছেন, গুরুতর অসুস্থ ওই কার্যত ধুঁকছিলেন তিনি। এখনও তাঁর কোনও পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার থানায় জানিয়েও মহিলাকে কোনও কাজ হয়নি। বেশ কিছুক্ষণ পর পুলিস এলেও কিছু করা যাবে না জানিয়ে চলে যান তাঁরা। আরও অভিযোগ, উদ্ধারের জন্য ১০০ নম্বরে ফোন করেও কোনও সুরাহা মেলেনি। 

এরপর এলাকাবাসীরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিলেও পিছু হটেন। করোনা আবহে আতঙ্কে কেউই এগিয়ে এলেন না উদ্ধারে। হাসপাতাল নিয়ে যাওয়া তো দূরঅস্ত। প্রশাসনিক গেড়োয় রাস্তাতেই পড়ে রইলেন মুমুর্ষ রোগী। অবশেষে প্রায় ১০ ঘণ্টা পর এন্টালি থানার পুলিস এসে উদ্ধার করে। 

.