করোনার কোপ রথের মেলার ট্র্যাডিশনে, ক্ষতির বোঝায় মাথায় হাত ব্যবসায়ীদের

মঙ্গলবার রথযাত্রা। কিন্তু করোনা-আবহে এবছর বাঙালির ট্র্যাডিশন আর নস্টালজিয়া ভেঙে চুরমার! রথের মেলা এবছর নেই।

Edited By: Priyanka Dutta | Updated By: Jun 22, 2020, 12:57 PM IST
করোনার কোপ রথের মেলার ট্র্যাডিশনে, ক্ষতির বোঝায় মাথায় হাত ব্যবসায়ীদের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রথের মেলায় কি না পাওয়া যায়! ফুচকা-পাঁপড় কিংবা খেলনা-বাসন-ঘর সাজানোর হরেক জিনিস! কিন্তু করোনার কামড়ে ত্রস্ত বর্ধমানে এ বছর রথের মেলা বসছে না! মহাদুর্যোগে দোকানিরা। 

আরও পডুন- রাজনৈতিক রঙের উর্ধ্বে ওঠে চিনা আগ্রাসনের প্রতিবাদে অভিনব পদক্ষেপ ব্যবসায়ীর

মঙ্গলবার রথযাত্রা। কিন্তু করোনা-আবহে এবছর বাঙালির ট্র্যাডিশন আর নস্টালজিয়া ভেঙে চুরমার! রথের মেলা এবছর নেই। বৃষ্টি মাথায় সেই মেলায় ঢুঁ মারাই বলুন, কিংবা গরমাগরম পাঁপড়ভাজায় কামড়, সবই এবার অধরাই থাকছে! এবছর তাই আগেভাগে পসরা সাজিয়ে বসেননি বিক্রেতারা। খেলনা-বাটির দোকানও এবার উধাও!

আরও পড়ুন- ইন্টারনেটে শিখে ঘরেই বন্দুক বানিয়েছিল জয়ন্ত, রিজেন্ট পার্ক কাণ্ডের তদন্তে নয়া মোড়

ফি-বছর এই রথের মেলার দিকেই তাকিয়ে থাকেন বহু ছোট ব্যবসায়ী। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের আশপাশের দোকানেও এই সময় বিক্রিবাটা হু-হু করে বাড়ে। লাভের মুখ দেখেন বিক্রেতারা। কিন্তু এবার, সে সব কিচ্ছু নেই! মেলা বসছে না। লক্ষ্মী নারায়ণ জিউয়ের রথউত্সবও বন্ধ। দোকানিদের মাথায় হাত! এই রথের সময়টার কথা ভেবে যাও একটু আশার আলো দেখেছিলেন, সেটাও বুঝি আর হল না! 

.