পঞ্চায়েত নির্বাচনে চাই না কেন্দ্রীয় বাহিনী, শুরুতেই জানিয়ে দিল নবান্ন

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একথা জানানো হয়েছে। 

Updated By: Mar 29, 2018, 08:26 PM IST
পঞ্চায়েত নির্বাচনে চাই না কেন্দ্রীয় বাহিনী, শুরুতেই জানিয়ে দিল নবান্ন

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একথা জানানো হয়েছে। 
নবান্ন সূত্রের খবর, রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। নির্বাচন করানোর মতো পর্যাপ্ত সশস্ত্র বাহিনী রয়েছে রাজ্যের হাতে। 
রাজ্য নির্বাচন কমিশনকে মে-র প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছে বলে বৃহস্পতিবার নবান্নসূত্রে খবর মেলে। ৩ দফায় নির্বাচন করানোর ভাবনা রয়েছে রাজ্যের। সেক্ষেত্রে রাজ্যের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। 

তৃণমূল কর্মীর অধীর মাইতি খুনে দোষী সাব্যস্ত দলেরই প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউ

২৯১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের নির্বাচন কমিশনার মীরা কুমারের সঙ্গে বেনজির বিতণ্ডায় জড়ায় রাজ্য সরকার। মীরা কুমারের কেন্দ্রীয় বাহিনীর আবেদন রাজ্য খারিজ করলে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। শেষ পর্যন্ত জুলাইয়ে ৫ পর্বে হয় ভোটগ্রহণ। 
এবার আর তেমন কোনও বিবাদ চায় না রাজ্য। তাই প্রথমেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে স্পষ্ট করল তারা। 

.