রোগী দেখার সময় তাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করুন, ডাক্তারদের নির্দেশ নির্মল মাজির
বুধবার তিনি গিয়েছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে। সেখানেই তৃণমূল কংগ্রেসের এক প্রচার সভা থেকে তিনি এমনই নির্দেশ দেন।
নিজস্ব প্রতিবেদন: চিকিত্সা করার সময় শুধু রোগীর শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করলে চলবে না। বরং চিকিত্সকদের বলতে হবে রাজনৈতিক কথাও। রোগী ও রোগীর আত্মীয়দের কাছে তৃণমূল কংগ্রেসের হয়ে বার্তা পৌঁছে দিতে হবে।
চিকিত্সকদের জন্য এমনই নির্দেশ জারি করলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। বুধবার তিনি গিয়েছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে। সেখানেই তৃণমূল কংগ্রেসের এক প্রচার সভা থেকে তিনি এমনই নির্দেশ দেন।
আরও পড়ুন: রাস্তা হারাল মুখ্যমন্ত্রীর কপ্টার, মাঝ আকাশে ৩৩ মিনিট চক্কর!
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ ৬ মে। ওইদিনই নির্বাচন হবে হাওড়ায়। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে এদিন সভার আয়োজন করেছিল হাওড়া প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন।
সভায় নির্মল মাজি ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ তথা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়। এছাড়াও ছিলেন সরকারি হাসপাতালের সুপার, চিকিৎসক,ও অন্যান্য চিকিৎসকরা।
আরও পড়ুন: অডিয়ো: ছাপ্পা দেওয়ার নির্দেশ ফাঁস হতেই বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা
ওই জনসভায় নির্মল মাজি চিকিত্সকদের উদ্দেশ্যে জানান, ভোটের সময় তৃণমূলকে জেতাতে রোগীদের চিকিৎসার আগে ও পরে গল্পের ছলে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরতে হবে। এর ফলে যাঁরা ভোট দিতে চাইতেন না, তাঁরাও ঘাস ফুলে ভোট দেবেন বলে বিশ্বাস নির্মলবাবুর।
আরও পড়ুন: অডিয়ো: আধা সেনাকে কাটিয়ে কীভাবে ছাপ্পা? কর্মীদের বোঝালেন তৃণমূল নেতা
তাঁর হিসেব, একজন চিকিৎসক প্রতিদিন পাঁচশো জন রোগী দেখেন, তাঁরা মাসে ১৫ হাজার মানুষকে মোটিভেট করতে পারেন।