এবার 'বেসুরো' বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, ওগড়ালেন ক্ষোভ
দিনকয়েক আগে জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
![এবার 'বেসুরো' বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, ওগড়ালেন ক্ষোভ এবার 'বেসুরো' বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, ওগড়ালেন ক্ষোভ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/14/295682-ni.jpg)
নিজস্ব প্রতিবেদন- বেসুরো বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। দলের বিরুদ্ধে, দলের সভাপতি আবু তাহের খানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দলীয় কার্যালয় থেকে শুরু করে দলের কোনো অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না বলে অভিযোগ। বারবার রাজ্য নেতৃত্বকে জানিয়ে কোনো সুরাহা হয়নি।
দীর্ঘদিন বাড়িতেই বসে রয়েছেন তিনি।
আরও পড়ুন- 'ব্লক অফিস ও সেতু চাই', মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই বিশাল মিছিল গয়েরকাটায়!
সম্প্রতি দিনকয়েক আগে জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যদিও তাঁর কথায়, ওটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। দীর্ঘ ৫০ বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে অধীর চৌধুরির। তাই তিনি তাঁর কাছে যেতে পারেন। এর মধ্যে অন্য কোনও অভিপ্রায় নেই। তবে রাজনৈতিক মহল এটাকে সৌজন্য সাক্ষাতকার বলে মনে করছে না। প্রশ্ন উঠছে, নীলরতন তাহলে কি আবার দল পরিবর্তন করতে চলেছেন? টানা ১৮ বছরের বহরমপুর পৌরসভার কংগ্রেসের পৌর প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। যদিও আবু তাহেরের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় কর্মসূচির জন্য তিনি বাইরে রয়েছেন।