WBCS অফিসারদের জন্য হবে নতুন পে রুল, জানালেন রাজ্যের মুখ্যসচিব

বিডিও-রা যেভাবে বছরের প্রায় প্রতিদিন কাজ করেন, সেই জন্য বছরে ৩০ দিনের টাকা অতিরিক্ত পাবেন।

Updated By: Feb 5, 2021, 08:45 PM IST
WBCS অফিসারদের জন্য হবে নতুন পে রুল, জানালেন রাজ্যের মুখ্যসচিব

নিজস্ব প্রতিবেদন- রাজ্যের WBCS অফিসাররা সার্ভিস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সমস্যার কথা শোনার পর রাজ্য সরকারের তরফে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য নতুন পে রুল তৈরি হবে। এছাড়া BDO-দের পেশাগত ঝক্কির কথা মাথায় রেখে তাঁদের হাতে বাড়তি কিছু টাকা দেওয়ার কথা ভেবেছে সরকার। 

আরও পড়ুন-  শহরজুড়ে একাধিক Flyover; রাজ্যে ৪৬ হাজার কিমি নতুন সড়ক, ঘোষণা Mamata-র

বিডিও-রা যেভাবে বছরের প্রায় প্রতিদিন কাজ করেন, সেই জন্য বছরে ৩০ দিনের টাকা অতিরিক্ত পাবেন। Deputy Magistrate-দের প্রতি মাসে ১২০০ টাকা করে স্পেশাল অ্যালোয়েন্স দেওয়া হবে। এদিন রাজ্যের মুখ্যসচিব বলেছেন, রাজ্যের  WBCS অফিসারদের সাধুবাদ প্রয়োজন। তাঁদের কাজের স্বীকৃতি প্রাপ্য। এদিন তিনি আরও জানান, নানা স্কেলে নানা পদের সংখ্যা বাড়বে। এছাড়া পদের সংখ্যাও বাড়বে। যাতে কাজের চাপ অন্যদের উপর থেকে কিছুটা কমে। 

.