করোনায় আক্রান্ত খোদ পুরপ্রতিনিধি, মধ্যমগ্রামে জোরাল করোনা-আতঙ্ক
তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন কেবিনে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: এবার করোনায় আক্রান্ত পুরসভার এমআইসি-র একজন প্রতিনিধি।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার সিআইসি-র দিনকয়েক আগেই জ্বর হয়েছিল। স্থানীয় চিকিৎসক ও তাঁর পরামর্শে স্থানীয় হাসপাতালে যান তিনি। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর হাসপাতালের ফিভার ক্লিনিকে। করোনার উপসর্গ দেখা যাওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।
যজ্ঞের ভস্ম শরীরে মাখলেই সেরে যাবে করোনা! ৭দিনে ওষুধ তৈরির চ্যালেজ্ঞ স্বামী আত্মস্মরানন্দের
লালা রস পরীক্ষা করে শনিবার রিপোর্ট মেলে। রিপোর্ট পজেটিভ হওয়ার পরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন কেবিনে পাঠানো হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে মধ্যমগ্রামে। রাজনৈতিক নেতা হওয়ার কারণে এবং পুরসভার দায়িত্বশীল পদে থাকায় বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। জেলা প্রশাসন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এই সংখ্যাটা অনেক বেশি হবে বলেই আশঙ্কায় প্রশাসন। তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে।