নির্ধারিত টাকা দিয়েও মিলছে না মার্কশিট, অভিযুক্ত মেখলিগঞ্জের নেতাজি পিটিটিআই

Updated By: Oct 11, 2017, 12:08 PM IST
নির্ধারিত টাকা দিয়েও মিলছে না মার্কশিট, অভিযুক্ত মেখলিগঞ্জের নেতাজি পিটিটিআই
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: কাল দুপুর থেকে বিক্ষোভে উত্তাল কোচবিহারের মেখলিগঞ্জের নেতাজি পিটিটিআই কলেজ। অভিযোগ, নির্ধারিত ৯৬ হাজার টাকা দেওয়ার পরেও মার্কশিট হাতে পাচ্ছেন না প্রশিক্ষিতরা। উল্টে তাদের থেকে কলেজ ৩-৪ লাখ টাকা করে দাবি করছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, নির্ধারিত টাকা না পেলে কাউকে মার্কশিট দেওয়া হবে না। এদিকে প্রাথমিকে টেট-এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। ফলে রীতিমতো নিরুপায় দশা ছাত্ররা। প্রতিবাদে কাল দুপুর থেকে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসেন তাঁরা। আরও পড়ুন- কাজে অখুশি মমতা, দলীয় পদ খোয়ালেন মন্ত্রী চূড়ামণি মাহাত

.