নবান্নর সামনের দোকানে দুষ্কৃতী হামলা, প্রাণ নাশের হুমকি ব্যবসায়ীকে

এরপর খাবার দেওয়া নিয়ে শুরু হয় বচসা। দোকানদারকে মারধর করতে শুরু করেন ওই ব্যক্তি। এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোকানি। 

Updated By: Sep 23, 2019, 03:49 PM IST
নবান্নর সামনের দোকানে দুষ্কৃতী হামলা, প্রাণ নাশের হুমকি ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদন: নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাণ্ডব দুষ্কৃতীর। হাওড়ায় নবান্নর কাছেই এক ফাস্টফুডের দোকানে দুষ্কৃতী হামলার স্বীকার হলেন ব্যবসায়ী। রবিবার রাতে ঘটনাটি ঘটে নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

ব্যবসায়ী দেবাশীষ বৈতাল নামে ওই ব্যবসায়ী জানান, এদিন রাতে এক মদ্যপ ব্যক্তি আসেন তাঁর দোকানে। এরপর খাবার দেওয়া নিয়ে শুরু হয় বচসা। দোকানদারকে মারধর করতে শুরু করেন ওই ব্যক্তি। এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোকানি। 

আরও পড়ুন: "মা কে ভয় দেখিয়ে আবেদন করানো হয়েছে" যাদবপুর ইস্যুতে মন্তব্য দেবাঞ্জনের

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। আজ ভোরে পুলিস মহম্মদ আলি হুসেন ওরফে ঝোলা নামে ওই দুস্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিস সূত্রে খবর একাধিক মামলায় অভিযুক্ত ওই দুষ্কৃতী ফেরার ছিল বহু দিন ধরেই। 

Tags:
.