National Human Rights Commission: দফতরে অভিযোগ জানাতে এলেন আক্রান্তেরা

নিজস্ব প্রতিবেদন: আহ্বান ছিলই।  কিন্তু গতকাল পর্যন্ত তত সাড়া মেলেনি। আজ, সোমবার সকাল থেকে জাতীয় মানবাধিকার কমিশনের দফতরে অভিযোগ জানাতে আসছেন আক্রান্তেরা। প্রায় সাড়ে তিনশো 'আক্রান্ত' ইতিমধ্যেই এসেছেন। 

রাজ্যে (West Bengal) Post-poll Violence-এর বিষয়ে বহুদিন থেকেই চাপানউতোর চলছে। NHRC-ও বিষয়টির নিষ্পত্তি করতে চেয়ে ক্ষুব্ধ ও আক্রান্তদের কাছ থেকে এ বিষয়ে তাঁদের  অভিযোগ জানানোর কথা জানিয়ে দিয়েছিল। বৃহস্পতিবারই এ সংক্রান্ত অভিযোগপত্র (complainants) আহ্বান করেছিল তারা। বলা হয়েছিল-- আক্রান্তেরা ব্যক্তিগত ভাবে আসতে পারেন, টেলিফোনে কথা বলতে পারেন, ই-মেল করতে পারেন, এ ছাড়াও সরাসরি কমিশনের আধিকারিকদের মুখোমুখি হয়েও অভিযোগ জানাতে পারেন। সাত-সদস্যের উক্ত কমিটির chairperson Arun Mishra-র তত্ত্বাবধানেই পুরো বিষয়টি সম্পাদিত হবে। তাঁর নেতৃত্বে এই কমিটি সমস্ত অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল উলুবেড়িয়ায় জেলা বিজেপি'র কার্যালয়

এরই প্রেক্ষিতে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ জানাতে আসেন 'ঘর-ছাড়া' মানুষজন। বিজেপি নেতা Kalyan Chaubey বলেছেন, 'মূলত বিজেপির কর্মীরাই ঘর-ছাড়া। ফলে তাঁদের নিরাপত্তার খাতিরেই তাঁদের তরফে অভিযোগ জানাতে আসা।' 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: CAG-কে দিয়ে অডিটের হুঁশিয়ারি, এবার GTA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব Dhankhar

English Title: 
National Human Rights Commission invited complainants from the victims of post-poll violence in bengal-350+ people came till now
News Source: 
Home Title: 

National Human Rights Commission: দফতরে অভিযোগ জানাতে এলেন আক্রান্তেরা

National Human Rights Commission: দফতরে অভিযোগ জানাতে এলেন আক্রান্তেরা
Yes
Is Blog?: 
No
Section: