ম্যাথুর কাছ থেকে টাকা নেওয়ার কথা মানলেন তৃণমূল সাংসদ অপরূপা
ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে সিবিআই জেরায় ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার নারদকাণ্ডে জেরার জন্য অপরূপার শ্রীরামপুরের বাড়িতে যান সিবিআইয়ের ৩ গোয়েন্দা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা জেরা করা হয় তাঁকে।
আরও পড়ুন - নারদকাণ্ডে অপরূপাকে বাড়ি গিয়ে জেরা সিবিআই-এর
সিবিআই সূত্রের খবর, অন্য তৃণমূল নেতাদের মতোই জেরায় অপরূপা টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। সেই টাকা ৫টি ক্লাবের মধ্যে ভাগ করে দিয়েছেন বলে জানিয়েছেন অপরূপা। কোন কোন ক্লাবকে কত টাকা দেওয়া হয়েছে তার বিস্তারিত জমা দিতে নির্দেশ দিয়েছেন সিবিআই আধিকারিকরা। পেশ করতে বলা হয়েছে তার নথি।
নারদ স্টিং অপারেশনের সময় ২০১৪ সালে আরামবাগের সাংসদ ছিলেন অপরূপা। ছিলেন কাউন্সিলরও। সিবিআইয়ের দাবি, জনপ্রতিনিধি হিসাবে টাকা নিয়ে তিনি কী করেছেন তার জবাব দিতে হবে অপরূপাকে।