শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও ভোটদানে নজির গড়ল নানুর থেকে মুম্বইয়ের ভোটাররা
টুনির কথায়, "আমি চাইনি আমার ভোট নষ্ট হোক। কষ্ট হয় তাও প্রতি বছরই আসি।"
নিজস্ব প্রতিবেদন: বিশেষভাবে সক্ষম তিনি। উঠে দাঁড়াতে পারেন না। মাটিতে ঘষে ঘষেই ঘোরাফেরা করেন। পা দুটো তার পুরোটাই অকেজো। সবমিলিয়ে প্রতিবন্ধকতা যে অনেক একথা বলার অপেক্ষা রাখে না। তবু গণতন্ত্রের উৎসব থেকে নিজেকে বঞ্চিত করতে চান না নানুরের প্রান্তিক গ্রামের বাসিন্দা টুনি দাস। সকাল সকাল নিজের ভোট দিলেন তিনি।
আরও পড়ুন: ভোটদানে বাধা, নানুরে দুষ্কৃতীদের ঠেঙিয়ে এলাকাছাড়া করল বিজেপির মহিলা বাহিনী
এদিন রীতিমতো লাইন দিলেন ভোট দিতে। বুথে হুইল চেয়ারের প্রবেশ নিষেধ কাজেই কার্যত মেঝেতে ঘষে ঘষেই টুনি পৌঁছালেন বুথে। তিনি দাঁড়াতে পারেন না কাজেই তাঁর সুবিদার্থে পোলিং অফিসাররা ইভিএম মেসিন মাটিয়ে নামিয়ে দিলেন। তৈরি হল কৃত্রিম আড়ালও। আর এভাবেই নিজের ভোটদান পর্ব সম্পূর্ণ করলেন টুনি।
টুনির কথায়, "আমি চাইনি আমার ভোট নষ্ট হোক। কষ্ট হয় তাও প্রতি বছরই আসি।"
এমনই আরও এক দৃশ্য চোখে পড়ল মুম্বইতেও। চেয়ারকে কার্যত পালকি বানিয়েই ভোট দিতে ঢকলেন তিনি। সবমিলিয়ে এদিন দৃষ্টান্ত তৈরি করলেন নানুরের বাসিন্দা টুনি থেকে মুম্বই-এর মহিম।