আজও থমথমে নৈহাটি, বিস্ফোরণের তীব্রতা ভাবাচ্ছে গোয়েন্দারের

ইতিমধ্যেই নৈহাটি থানায় FIR দায়ের করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতা ভাবাচ্ছে গোয়েন্দারের। 

Updated By: Jan 10, 2020, 10:04 AM IST
আজও থমথমে নৈহাটি, বিস্ফোরণের তীব্রতা ভাবাচ্ছে গোয়েন্দারের

নিজস্ব প্রতিবেদন: চারিদিকে ধ্বংসের ছবি। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার কাছাকাছি প্রায় সব বড়িই ক্ষতিগ্রস্ত। অধিকাংশ বাড়ির ছাদ ভেঙেছে। স্থানীয় প্রশাসনের তরফে আচ্ছাদনের জন্য প্লাস্টিক দেওয়া হয়েছিল। কিন্তু তা দিয়ে আটকানো যায়নি গঙ্গা পার থেকে আসা ঠাণ্ডা হাওয়া। ঠাণ্ডায় বড় কষ্টে রাত কাটাতে হয়েছে। আজ  শুক্রবার ঘটনাস্থলে আসবে ফরেনসিক টিম। ইতিমধ্যেই নৈহাটি থানায় FIR দায়ের করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতা ভাবাচ্ছে গোয়েন্দারের। 

অন্যদিকে আরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁরা বলছেন, অন্যান্যদিন বাজি পোড়াতে আসলে তা বুঝতে পারেন স্থানীয়রা। সাইরেন বাজিয়ে দমকল নিয়েই আসা হয় প্রত্যেকবার। অভিযোগ ঘটনার দিন কিছুই আসেনি। আগে থেকে গুনাক্ষরেও জানতে পারেনি কেউ। বিকট শব্দ শোনার পরই বোঝেন যে কালকেও বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। এখানেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের কথা, "কেন লুকিয়ে করা কাজ করা হল।

.