Nadia | TMC: ১ লাখে সিভিকের চাকরি! টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

"সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিযোগ যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি যে কোনও শাস্তি মাথা পেতে নেব।"

Updated By: Dec 3, 2023, 10:57 AM IST
Nadia | TMC: ১ লাখে সিভিকের চাকরি! টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

বিশ্বজিৎ মিত্র: সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের। 

অভিযোগ, গত এপ্রিল মাসে সুপ্রভাত সরকার নামে স্থানীয় তৃণমূল নেতা ওই এলাকারই শীলা শর্মা নামে এক মহিলার ছেলেকে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। তার বদলে দু’দফায় ১ লক্ষ টাকা তিনি ওই তৃণমূল নেতাকে দেন। এরপর ৭ মাস পেরিয়ে যাওয়ার পরেও, ছেলের সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি হয়নি। চাকরি না হওয়ায় একাধিকবার ওই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে গেলে তিনি দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ। এরপরই বাধ্য হয়ে শান্তিপুর থানায় শীলা শর্মা নামে ওই মহিলা লিখিত অভিযোগ করেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। 

যদিও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা সুপ্রভাত সরকার। তিনি দাবি করেছেন, "সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিযোগ যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি যে কোনও শাস্তি মাথা পেতে নেব।" অন্যদিকে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী কটাক্ষ করে বলেন, "এটা তৃণমূল কংগ্রেস দলের কাছে ব্যতিক্রমী কোনও ঘটনা নয়। দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস এখন সমার্থক। তারই প্রমাণ ফুলিয়ার এই তৃণমূল নেতা।"

আরও পড়ুন, Narendrapur Murder: ২৪ ঘণ্টাতেই কিনারা নরেন্দ্রপুর খুনের! গ্রেফতার ৩

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.