ভাইকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে

জমি নিয়ে পারিবারিক বিবাদের জের। ভাইকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু-ক্ষেত্র গ্রামপঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে পারিবারিক একটি জমিকে ঘিরে মিঠানি গ্রামের বাসিন্দা সমরেন্দ্র জলুয়ার সঙ্গে দাদা অমরেন্দ্র জলুয়া এবং ছোট ভাই চন্দ্রনাথ জলুয়ার বিবাদ দীর্ঘদিনের। রবিবার তা চরমে পৌছয়। অভিযোগ দুই পরিবারের লোকজন সমরেন্দ্র জলুয়াকে ব্যাপক মারধর করে। তাতেই সম্ভবত মারা যান ৪৫ বছরের ওই ব্যক্তি। এরপর দেহ ঘরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক।

Updated By: May 8, 2017, 09:05 AM IST
ভাইকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: জমি নিয়ে পারিবারিক বিবাদের জের। ভাইকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু-ক্ষেত্র গ্রামপঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে পারিবারিক একটি জমিকে ঘিরে মিঠানি গ্রামের বাসিন্দা সমরেন্দ্র জলুয়ার সঙ্গে দাদা অমরেন্দ্র জলুয়া এবং ছোট ভাই চন্দ্রনাথ জলুয়ার বিবাদ দীর্ঘদিনের। রবিবার তা চরমে পৌছয়। অভিযোগ দুই পরিবারের লোকজন সমরেন্দ্র জলুয়াকে ব্যাপক মারধর করে। তাতেই সম্ভবত মারা যান ৪৫ বছরের ওই ব্যক্তি। এরপর দেহ ঘরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক।

নারিনের দ্রুততম হাফ সেঞ্চুরিতে প্লে অফে কেকেআর

.