Jaynagar: জয়নগরে বহিরাগতদের দাপট! ১৩ নম্বর বুথে গুলি চলার অভিযোগ বিরোধীদের
গুলি চালানার অভিযোগের তদন্ত শুরু করেছে জয়নগর থানা
নিজস্ব প্রতিবেদন: পুরভোটে উত্তেজনা ছড়াল জয়নগরের ১৩ নম্বর ওয়ার্ডে। শুধু উত্তেজনাই নয়, ভোটারদের ভয় দেখানো ও গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ উঠছে।
উল্লেখ্য, ১৩ নম্বর ওয়ার্ডে ভোট দেওয়ার সময়ে গুলি চালানো বা পটকা ফাটার মতো কোনও আওয়াজ বারবার শোনা যায়। সেই শব্দ পেয়ে হুড়োহুড়ি পড়ে যায় ভোটারদের মধ্যে। অনেরকেই দৌড়ে পালাতে দেখা যায়।
বিরোধীরা সকাল থেকেই অভিযোগ করেছিলেন তাদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ভয় দেখানো হচ্ছে। বেশকিছু বুথে জ্যাম করে দেওয়া ও অস্ত্র হাতে ঘোরাঘুরি কারারও অভিযোগ করা হচ্ছিল। তার মধ্যেই ১৩ নম্বর বুথে ওই অভিযোগ। বিরোধীদের দাবি, পুলিসকে এনিয়ে বারবার বলেও কোনও কাজ হয়নি। গোলমাল সৃষ্টিকারীরা অধাকাংশই বহিরাগত।
গুলি চালানার অভিযোগের তদন্ত শুরু করেছে জয়নগর থানা। তবে গুলি চলার অভিযোগের কথা স্বীকার করেছে পুলিস।
আরও পড়ুন-'ভোট দিতে দিচ্ছে না', বুথের বাইরে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থীর