মুকুল বিদায় : বর্ধিত হল তৃণমূল কোর কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আগে থেকেই ২৭ অক্টোবর কোর কমিটির বৈঠক স্থির করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু 'মুকুল এফেক্ট'-এ এবার সেই বৈঠকের স্থান বদলের ও প্রতিনিধি সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। আসলে প্রতিনিধি সংখ্যা বেড়ে যাওয়ার ফলেই এই স্থান বদল। ফলে, এই মাসের ২৭ তারিখ তৃণমূলের কোর কমিটির বৈঠক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়ের কালীঘাটের বাড়ির বদলে অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে। তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়ের বিদায় যাতে দলের তৃণমূল স্তরকে কোনওভাবে প্রভাবিত করতে না পারে সে বিষয়টি সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।
এদিকে, আজই পূর্ব ঘোষণা মতো রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ত্যাগ করার সিদ্ধান্ত দিল্লির সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুকুল রায়। পাশাপাশি, কেন্দ্রীয় স্তরে বারবার কংগ্রেস ও বিজেপির মধ্যে তৃণমূলের বন্ধু বদলকে দায়ী করে 'নৈতিক অবস্থান' ঠিক রাখতে দল ছাড়লেন বলে জানিয়েছেন মুকুল রায়। এদিন সাংবাদিকদের সামনে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে মনে করেন না জানিয়ে দিয়ে মুকুল বলেন, আশা করি রাজ্যের ৭৭ হাজার বুথের কর্মীরা অনেকেই আমরা সঙ্গে থাকবেন। মুকুলের এই মন্তব্যের পর পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুকুলের এই গর্জনকে অন্তঃসারশূন্য বলে দাবি করলেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে 'মুকুলের বিনম্র গর্জন'কে ফাঁকা আওয়াজ মনে করছে না তা এই স্থান বদলের সিদ্ধান্তের মধ্যে দিয়েই স্পষ্ট বলে মনে করছে রাজ্য রাজনীতির কুশিলবরা। ফলে অনেকেই বলছেন, আজকের সাংবাদিক সম্মেলনে মুকুল যতই রক্ষণাত্মক ভঙ্গীতে খেলে থাকুক না কেন তাঁর প্রভাবেই ভ্যেনু বদলাতে বাধ্য হল একদা তাঁরই হাতে গড়া দল।
আরও পড়ুন- অবিলম্বে তৃণমূল-কংগ্রেস এক হয়ে যাক, উপদেশ বিদায়ী মুকুলের