আমতায় মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

আমতায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন মুকুল রায়। 

Updated By: Dec 22, 2017, 09:42 PM IST
আমতায় মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: আমতার গাজিপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যুর অভিযোগ। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মুকুল রায়। বিজেপি নেতা মুকুলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা। 

গত ১২ ডিসেম্বর আমতার গাজিপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে।  ইন্দিরা আবাস যোজনার ঘরের জায়গাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা। তা থেকে হাতাহাতি। মৃত্যু হয় শ্যাম ভৌমিকের। ওই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

আরও পড়ুন- সেলফিতে 'না', দলের কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

শুক্রবার গাজিপুরে নিহতের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেতা মুকুল রায়। আমতার নারিট মোড়ে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। পুলিসের সামনেই তৃণমূল কর্মী সমর্থকরা মুকুলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন মুকুল। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তিনি।  

.