ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট মা-ও, ঘটনাস্থলেই মৃত্যু দুজনের
গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেল দুজনেকেই মৃত বলে ঘোষণা করা হয়
নিজস্ব প্রতিবেদন: জামা শুকাতে দেওয়ার তারে কোনও কারণে বিদ্যুত্ সংযোগ হয়ে গিয়েছিল। তারই মাসুল দিতে হল মা ও ছেলেকে। বনগাঁ পৌর এলাকার ঘটনা।
আরও পড়ুন-নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন শহর, কলকাতাবাসীর ভোগান্তি চরমে
শুক্রবার সকালে ভুলবশত জামা কাপড় শুকাতে দেওয়ার তারে হাতে দিয়ে দেয় ঋষভ অধিকারী নামে এক যুবক। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে যান। তাঁকে দেখে ছুটে আসেন তাঁর মা মিতা অধিকারী। ছেলেকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন।
আরও পড়ুন-উপত্যকার Samba Sector-এ ৩টি সন্দেহজনক Drone-এর ঘোরাফেরা, বড়সড় নাশকতার ছক!
গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেল দুজনেকেই মৃত বলে ঘোষণা করা হয়। ঋষভের বাবা তপন অধিকারী জানান, বিদ্যুতের তারে কোনও ভাবে ফল্টের কারণে বাড়ির বিভিন্ন অংশে বডি হয়ে যায়। ছেলে জিআই তারে হাত দিতেই সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তা ছাড়াতে গিয়ে ওর মা-ও বিদ্যুত্স্পৃষ্ট হন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)