উত্তুরে হাওয়ার পথ পরিষ্কার, আজ থেকে আরও নিম্নমুখী পারদ
বাংলাদেশের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘুরে গেছে। ফলে, উত্তুরে হাওয়ার পথ এখন পরিষ্কার। আর সে কারণেই আগামী কয়েকদিন হাড়হিম হবে রাজ্যবাসীর।
Updated By: Jan 16, 2018, 10:59 AM IST
নিজস্ব প্রতিবেদন: বাঙালির শীত ভাগ্য এবার সত্যিই বেশ চওড়া। আর সেই ভাগ্যে আপাতত ছেদ পড়ার কোনও সম্ভবনাই নেই। কারণ, আজ থেকে আবার নিম্নমুখী হতে পারে পারদ, বলছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘুরে গেছে। ফলে, উত্তুরে হাওয়ার পথ এখন পরিষ্কার। আর সে কারণেই আগামী কয়েকদিন হাড়হিম হবে রাজ্যবাসীর।
আরও পড়ুন- ‘ইহা পে তো ফগ চলতা হ্যায়....’
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তাপমাত্রা ১০ - ১১ ডিগ্রিতে না নামলেও শীতের কামড় অবশ্য বিন্দুমাত্র নরম হয়নি। তবে জেলাগুলিতে কোথাও কোথাও এক টানা ১০ ডিগ্রির নীচে রয়েছে পারদ।