দোরে দাঁড়িয়ে বর্ষা, দক্ষিণবঙ্গে ঢুকতে পারে সপ্তাহের শেষে

এদিন মুর্শিদাবাদ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে। বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনায়। 

Updated By: Jun 19, 2019, 04:58 PM IST
দোরে দাঁড়িয়ে বর্ষা, দক্ষিণবঙ্গে ঢুকতে পারে  সপ্তাহের শেষে

নিজস্ব প্রতিবেদন: অবশেষে নিম্নচাপে চড়ে দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা। পূর্বাভাস অনুসারে আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। তবে তার আগে বুধবারও দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। 

 

এদিন মুর্শিদাবাদ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে। বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনায়। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। 

মুখ্যমন্ত্রী নির্দেশের পরই ১ কোটি টাকা কাটমানি খাওয়ায় গ্রেফতার তৃণমূল নেতা

সাধারণত ৭ জুন বর্ষা ঢোকে কলকাতায়। তার পর প্রায় ২ সপ্তাহ কাটতে চললেও বর্ষার দেখা নেই। উলটে দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। মাঝে বৃষ্টিতে স্বস্তি মিললেও তা সাময়িক। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে এই যা স্বস্তি। 

Tags:
.