২৪ ঘণ্টার খবরের জেরে তড়িঘড়ি টাকা মিটিয়ে দেওয়া হল শিক্ষককে

২৪ ঘণ্টার খবরের জের। তড়িঘড়ি টাকা মিটিয়ে দেওয়া হল শিক্ষককে। পিএফ দুর্নীতির খবর সম্প্রচার হয় ২৪ ঘণ্টায়। সোমবার বিকেলেই তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে টাকা ।

Updated By: Apr 18, 2017, 05:27 PM IST
২৪ ঘণ্টার খবরের জেরে তড়িঘড়ি টাকা মিটিয়ে দেওয়া হল শিক্ষককে

ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। তড়িঘড়ি টাকা মিটিয়ে দেওয়া হল শিক্ষককে। পিএফ দুর্নীতির খবর সম্প্রচার হয় ২৪ ঘণ্টায়। সোমবার বিকেলেই তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে টাকা ।

মেয়ের বিয়ে। গত চার মাস ধরে নিজের পিএফ অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা তোলার আবেদন জানিয়ে আসছিলেন সুনীল বর্মন। সুনীলবাবু কোচবিহারের চকচকা উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক। কিন্তু অ্যাকাউন্টে মাইনাস ব্যালেন্স। মাথায় হাত সুনীলবাবুর। কী করবেন! খবর দেখানো হয় চব্বিশ ঘণ্টায়। সোমবার বিকেলেই তড়িঘড়ি টাকা মিটিয়ে দেওয়া হয় শিক্ষককে। স্বাভাবিকভাবেই খুশি তিনি। যত দ্রুত  সম্ভব মেয়ের বিয়ের আয়োজন শেষ করেছেন। হাজারো ব্যস্ততার মধ্যেও ধন্যবাদ জানাতে ভোলেননি ২৪ ঘণ্টাকে।

তবে পিএফের হিসাবের গরমিলের খবরে আতঙ্কে রয়েছেন কোচবিহারের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। সুনীলবাবুর মত প্রায় একই অভিজ্ঞতা মালদার মানিকচক শিক্ষা নিকেতন , গাজোলের শ্যামসুখি বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের। ঋণ চেয়েও পাননি মানিকচক শিক্ষা নিকেতনের তিন শিক্ষক। জেলা শিক্ষা দফতরের তথ্যে পিএফ অ্যাকাউন্টে টাকা শূন্য। তবে ট্রেজারি আধিকারিক এবিষয়ে কোনও মন্তব্য করেননি।

যদিও প্রধানশিক্ষকের বক্তব্য, স্কুলের পিএফ অ্যাকাউন্টে টাকা রয়েছে। তাও ঋণের আবেদন করেও শিক্ষকরা পাচ্ছেন না। আবেদনকারী শিক্ষক জানান, চলতি বছরের জানুয়ারিতে ঋণের আবেদন করেও তিনি পাননি। পিএফ অ্যাকাউন্টে টাকা নেই বলে জানিয়ে দেয় ট্রেজারি দফতর। তবে এবিষয়ে ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি জেলার ডিআই।

.