শপথের আগে রাজঘাট, বাজপেয়ীর স্মারকে শ্রদ্ধা জানালেন মোদী

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানান মোদী। এর পর তিনি শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মারকে। এর পর ইন্ডিয়া গেটের কাছে জাতীয় যুদ্ধ স্মরকে যান মোদী।

Updated By: May 30, 2019, 10:06 AM IST
শপথের আগে রাজঘাট, বাজপেয়ীর স্মারকে শ্রদ্ধা জানালেন মোদী

নিজস্ব প্রতিবেদন: শপথগ্রহণের আগে রাজঘাট ও জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন তিনি। 

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানান মোদী। এর পর তিনি শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মারকে। এর পর ইন্ডিয়া গেটের কাছে জাতীয় যুদ্ধ স্মরকে যান মোদী। সেখানে কর্তব্যরত অবস্থায় শহিদ সেনাকর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদী। মোদীর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, মেনেকা গান্ধী, স্মৃতি ইরানি, জেপি নড্ডা। 

মোদীর নিরাপত্তায় এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল ইন্ডিয়া গেট চত্বরে।  

আজ হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামলেই পাবেন কমলাভোগ!

 

আজ মোদীর শপথ

আজ সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ৬,৫০০ অতিথি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিজনদের আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। হাজির থাকবেন পুলওয়ামা শহিদদের পরিজনরাও। মোদীর শপথ গ্রহণে যাওয়ার কথা বলেও বুধবার পিছিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইটে তিনি জানান, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার খবর মিথ্যা। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। 

.