ছুরি দিয়ে গলায়-পেটে আঘাত করে স্কুলছাত্রের মোবাইল ছিনতাই
বুধবার রাতে টিউশন পড়ে মাধব নগর এলাকায় বাধ রোডে বসে গল্প করছিল দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র।
নিজস্ব প্রতিবেদন: ছুরি দিয়ে হাতে আঘাত করে স্কুল ছাত্রের কাছ থেকে মোবাইল ছিনতাই। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মাধবনগর বাধ রোড এলাকায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য শহরে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অধরা অভিযুক্তরা।
আরও পড়ুন: প্রেমিকা অন্য যুবকের হাত ধরে পার্কে ঘুরছে, শাস্তি দিতে প্রেমিক বন্দুক নিয়ে যেতেই হেসে ফেললেন সকলে!
বুধবার রাতে টিউশন পড়ে মাধব নগর এলাকায় বাধ রোডে বসে গল্প করছিল দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র। সেই সময় মুখে রুমাল বাঁধা কয়েকজন দুষ্কৃতী হাতে ছুরি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। অভিযোগ, ছুরি দেখিয়ে ব্যাগ চাইতে এক বন্ধু ব্যাগ দিয়ে দেয়। কিন্তু বেঁকে বসে অন্য বন্ধু। তখনই ছুরি দিয়ে আঘাত করা হয় তুষার ঝা নামে ওই পড়ুয়াকে।
আরও পড়ুন: “মা তোমার ছোটো ছেলেকে মেরে ফেললাম”
এরপর দুটি ব্যাগ থেকে দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সৌমেন সাহা আহত বন্ধু তুষারকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার গলায় ও পেটে আঘাত রয়েছে। বিষয়টি জানতে পেরে ছুটে আসেন তাদের বাড়ির লোকেরাও। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংলিশ বাজার থানায়। শহরের মধ্যে এই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তরা এখনও অধরা।