'তুই কোন দলে আছিস, সেটা আগে বল', বিধানসভায় কাটমানি প্রসঙ্গ তুলতেই বিরোধী বিধায়ককে আক্রমণ তৃণমূলের

এবার বিধানসভার ভিতরে উঠল কাটমানি প্রসঙ্গ। আর কাটমানি প্রসঙ্গ তুলে তৃণমূলের আক্রমণের মুখে  বাগদার বিধায়ক দুলাল বর। 'কাটমানি' শুনেই অধিবেশনের মধ্যেই রে রে করে তেড়ে উঠে তুই তোকারি শুরু করে দেন তৃণমূল বিধায়করা। 

Updated By: Jun 25, 2019, 03:44 PM IST
'তুই কোন দলে আছিস, সেটা আগে বল', বিধানসভায় কাটমানি প্রসঙ্গ তুলতেই বিরোধী বিধায়ককে আক্রমণ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: এবার বিধানসভার ভিতরে উঠল কাটমানি প্রসঙ্গ। আর কাটমানি প্রসঙ্গ তুলে তৃণমূলের আক্রমণের মুখে  বাগদার বিধায়ক দুলাল বর। 'কাটমানি' শুনেই অধিবেশনের মধ্যেই রে রে করে তেড়ে উঠে তুই তোকারি শুরু করে দেন তৃণমূল বিধায়করা। 

 

গতকাল বিধানসভার বাইরে বাম-কংগ্রেসের বিক্ষোভে ছিল কাটমানি নিয়ে পোস্টার। তাতে লেখা ছিল 'কাটমানি মানে CM'. এদিন সেই পোস্টারের প্রসঙ্গ তুলে দুলালবাবু বলেন, 'সরকার বলছে কাটমানি নিলে জেল হতে পারে। কাল পোস্টার দেখলাম 'কাটমানি মানে CM''। এর পর তৃণমূল বিধায়কদের চিত্কারে আর কিছু বলার সুযোগ পাননি দুলালবাবু। এক তৃণমূল বিধায়ক তাঁকে বলেন, 'তুই কোন দলে আছিস, সেটা আগে বল।' 

পথ নিরাপত্তায় আরও কড়া কেন্দ্র, বেনিয়মে জরিমানা হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত

লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেছেন বাগদার কংগ্রেসি বিধায়ক দুলাল বর। ওদিকে এদিন কাটমানি তদন্তে কমিশন গঠনের দাবি তোলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, 'কাটমানিতে বিপুল সংখ্যক মানুষ জড়িত। এর ফলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। অবিলম্বে কমিশন গঠন করে বিষয়টির তদন্ত করা উচিত।' 

.