Balurghat: সাইকেল ঠেলে বালুরঘাট যেতে হত দিনে ৩ বার, তার পরও উচ্চমাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর মিতালীর

শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাট সদর শহর থেকে ৭ কিলোমিটার দূরে ভেরেন্ডা গ্রাম থেকে দিনে কোনদিন তিনবার কোনদিন চারবার সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করে পড়াশোনা করেছে মিতালী বর্মন। বাবা গঙ্গাধর বর্মন কৃষি কাজ করেন এবং নির্মাণ কর্মী। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে মিতালী বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার। আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি। এবার উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ৪৬৬ শতাংশের হিসেবে ৯৩ শতাংশ।

আরও পড়ুন-ভোটের দু'দিন আগে অনুব্রত মণ্ডলের বাড়িতে 'জয় শ্রীরাম' পতাকা কেন? তোলপাড় রাজ্যরাজনীতি...

ভেরেন্ডা গ্রামের মিতালী বর্মনের বাড়ি এলাকায় এখনো মাটির রাস্তা। অবশ্য বালুরঘাট-তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম। বালুরঘাট এনসি হাইস্কুলের ছাত্রী ছিল মিতালী। পঞ্চম শ্রেণী থেকেই বালুরঘাটে যাতায়াত। বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তার পক্ষে গাড়ি ভাড়া কুড়ি টাকা করে খরচা করার সম্ভব ছিল না। তাই সাইকেল চালিয়েই বালুরঘাট যাতায়াত করেছে এতদিন। তার পরিশ্রমের ফল পেয়েছে হাতে হাতে। নজর করা রেজাল্টের তাক লাগিয়ে দিয়েছে প্রতিবেশীদের।

মিতালী বর্মনের বাবা গদাধর বর্মন নিজস্ব জমি জায়গা নেই তিনি মূলত কৃষি কাজ করেন। কখনো কখনো নির্মাণ কর্মী সহায়ক হিসেবে শহর এলাকায় যান কাজ করতে। মা তারুল বর্মন গৃহবধু। যেটুকু জমির ভাগ চাষ করে সেখান থেকে যা উৎপাদন হয় সারা বছরের চাল কিনতে হয় না। কিন্তু সংসারের হাল ফেরাতে গদাধর  বর্মনকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে। মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে। কারণ চারজন গৃহ শিক্ষকের মাইনে মেটাতেই তার নাভিশ্বাস উঠেছিল এক সময়। এখন মিতালী বর্মনের লক্ষ্য ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে শিক্ষকতা চাকরিতে আসা। তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে সন্ধিহান মা তারুল বর্মন ও তার প্রতিবেশীরা। কারণ পরিবারের যা আর্থিক সঙ্গতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব নয়।

মিতালী বর্মন বলেছেন ভবিষ্যতে তার লক্ষ্য ইংরেজি সাহিত্যে অনার্স পড়াশোনা করে শিক্ষকতা করা কিন্তু তার সে স্বপ্ন কতটা সফল হবে তা নির্ভর করবে বাবা-মায়ের আর্থিক সঙ্গতির উপরে। সরকারিভাবে যদি কোন সাহায্য পাওয়া যায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে অনায়াসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Mitali Barman of Balurghat scores 93 percent in HS
News Source: 
Home Title: 

সাইকেল ঠেলে বালুরঘাট যেতে হত দিনে  ৩ বার, তার পরও উচ্চমাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর মিতালীর

Balurghat: সাইকেল ঠেলে বালুরঘাট যেতে হত দিনে  ৩ বার, তার পরও উচ্চমাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর মিতালীর
Yes
Is Blog?: 
No
Section: