WB Panchayat Election 2023: ভোট শেষে ব্যালট বক্স পানাপুকুরে, নর্দমায়!
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রদ্যুৎ দাস: পঞ্চায়েত ভোটগ্রহণ শেষ। ব্যালট বক্স কোথায়? পানাপুকুর আর নর্দমায়! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়াল জলপাইগুড়িতে।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত বিজেপি, পুলিসের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের
কোনও একটি নির্দিষ্ট জেলা নয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গতকাল, শনিবার দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। সঙ্গে ছাপ্পা ভোট! ৭ জেলার ভোটের বলি ১৫ জন।
অভিযোগ, ভোট শেষ হতেই জলপাইগুড়ি সদর ব্লকে পাহাড়পুর ১৮/২২৫ হাকিমপাড়া বিএফপি বিদ্যালয় থেকে ব্যালট বক্সগুলি লুঠ হয়ে যায়। এরপর অনেক রাত পর্যন্ত চলে খোঁজাখুঁজি। কিন্তু একটি ব্য়ালট বক্সের সন্ধান মেলেনি।
তারপর? এদিন দুপুরে এলাকারই একটি পানাপুকুর ও নর্দমা থেকে ২টি ব্যালট বক্স উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত সমিতির ব্য়ালট বক্সগুলি নাকি এখনও উধাও! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে মালদহের গাজোলে নাকি গায়েব হয়ে গিয়েছে ব্য়ালট বক্স! প্রতিবাদে স্ট্রংরুমের সামনে ধরনা বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।