রাস্তায় ফেলে মার তৃণমূল নেতাকে, স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত স্ত্রী-ও
এলাকায় নানা দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত আশিস ৷ অভিযোগ স্থানীয়দের।
নিজস্ব প্রতিবেদন : বাড়ির সামনেই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন তৃণমূল নেতা ৷ বাইক থেকে ফেলে লাঠি ও বাঁশ দিয়ে ওই তৃণমূল নেতাকে মারা হয়েছে বলে অভিযোগ ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন স্ত্রী-ও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
আরও পড়ুন, ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি কিশোরের
রাজপুর সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি অরুণ কুমার পাত্র ৷ বাড়ি থেকে অফিস যাচ্ছিলেন তিনি। সেই সময়ই আক্রান্ত হন অরুণবাবু ৷ অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে মারধর করে এক ব্যক্তি ৷ অভিযুক্তের নাম আশিস ঘোষ। অভিযুক্ত আশিস ১৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ৷ স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় নানা দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত আশিস ৷
আরও পড়ুন, নিউটাউন শুটআউট: ২ লাখ টাকা সুপারি, আট মাস ধরে ছক কষে খুন!
আহত অবস্থায় অরুণ কুমার পাত্র সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হামলার পক্ষ থেকেই পলাতক অভিযুক্ত আশিস ঘোষ। বাড়ি ছেড়ে পালিয়েছে সে। দলের পক্ষ থেকেও ক্ষোভ জানানো হয়েছে এই ঘটনায় ৷ অবিলম্বে দোষীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে দল৷
আরও পড়ুন, ইসলামপুরের সরস্বতী বিদ্যামন্দিরের অনুমোদন বাতিল করল শিক্ষা দফতর
এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্থানীয় কোনও ইস্যুকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। আর তার জেরেই এই হামলা ৷