Udayan Guha: শিয়রে পঞ্চায়েত ভোট; 'সাঁড়াশি দিয়ে দাঁত তুলব', বিরোধীদের হুমকি উদয়নের
কোচবিহারের দিনহাটায় বিজয়া সম্মিলনীতে একই সুর শোনা গেল তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গলায়ও।
দেবজ্যোতি কাহালি: রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি। 'যাঁরা তৃণমূলকর্মীদের আঘাত করতে চাইবেন, তাঁদের দাঁত সাঁড়াশি দিয়ে গোড়া থেকে তুলব', বিরোধীদের হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একই সুর শোনা গেল কোচবিহারে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের গলায়ও।
মার্চ-এপ্রিলেই কি রাজ্যে পঞ্চায়েত ভোট? প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আসন পুনর্বিন্যাসের তালিকাও প্রকাশ করা হয়েছে। পঞ্চায়েতের তিনটি স্তরেই এবার আসনসংখ্যা বাড়ছে। ভোট কবে? কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত দিনক্ষণ জানানো হয়নি। তবে, জানুয়ারিতে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
আরও পড়ুন: Viral Video: ভূত চতুর্দশীর আগেই ভূত? ফেরিঘাটের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে এ কোন প্রেত...
এদিকে পুজোর পর এখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয়ার সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল। এদিন কোচবিহারের দিনহাটায় বিজয়া সম্মিলনীতেই বিরোধীদের বিরোধীদের 'দাঁত উপড়ে ফেলা'র নিদান দেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, 'কেউ যদি সন্ত্রাস তৈরির চেষ্টা করে, বোমা বন্দুকের রাজনীতির করার চেষ্টা করে, তাহলে দাঁত উপড়ে ফেলতে হবে। সে যেই হোক না কেন'। এরপর জেলার আর এক তৃণমূল নেতা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, 'পঞ্চায়েত ভোটে যাঁরা তৃণমূলকর্মীদের আঘাত করতে চাইবেন। রুট ক্যানাল নয়, তাঁদের দাঁত সাঁড়াশি গোড়া থেকে তুলব। আমাদের সাঁড়াশিও তৈরি থাকবে'।
কী প্রতিক্রিয়া বিরোধীদের? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,যাঁরা বিজেপিকে হুমকি দিচ্ছেন, নভেম্বর মাসটা যেতে দিন, দেখবেন,তাঁরা গোপনে দিল্লিতে কিংবা লখনউয়ে বিজেপি নেতাদের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। সময় হয়ে এসেছে'। তাঁর দাবি, 'যাঁরা ঘাম রক্ত ঝরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, যাঁরা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাননি, আজকে তাঁরা তৃণমূলের কিছু নেতাকে গাছে বেঁধে টাকা ফেরত চাইছে'। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, 'তৃণমূল বুঝে গিয়েছে. লুটেরাদের বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য মানুষ তৈরি। ভয় পাচ্ছে। সাঁড়াশি দিয়ে দাঁত তুলে দেওয়ার কথা বলছে। সাঁড়াশিটা কোথায় রাখবে, ঠিক করতে বলুন। ফাজলামি বেশি করাটা ভালো নয়'।