'তৃণমূলের গায়ে হাত দিলে আগুন জ্বলবে', ডুমুরজলায় সভার আগে হুঁশিয়ারি Arup-র

'বিজেপি থেকে হাজার সাতেক কর্মী যোগ দেবেন ঘাসফুল শিবিরে'।

Updated By: Feb 6, 2021, 08:41 PM IST
'তৃণমূলের গায়ে হাত দিলে আগুন জ্বলবে', ডুমুরজলায় সভার আগে হুঁশিয়ারি Arup-র

নিজস্ব প্রতিবেদন: 'একজন তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক। আগুন জ্বলবে'। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভার আগে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তৃণমূলকর্মীদের প্রতি তাঁর বার্তা, 'দল পাশে আছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই'।

এখন তিনি বিজেপিতে (BJP)। কিন্তু কয়েক মাস আগে পর্যন্ত ডোমজুড়ের তৃণমূল বিধায়ক ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। প্রাক্তন বনমন্ত্রী দল ছাড়ার  এবার ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা করছে শাসকদল। জনসভা হবে আগামীকাল। সভার প্রস্তুতি চলছে জোরকদমে। এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে এলাকায় যান মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। রাজীব বন্দ্য়োপাধ্যায়ের (Rajib Banerjee) নাম না করে বলেন, 'ডোমজুড়ে তৃণমূলকর্মীদের দমিয়ে রাখা হচ্ছিল। ভয় দেখানোর অভিযোগ আসছিল। ভয় পাওয়ার কোনও কারণ নেই। দল পাশে আছে'।

আরও পড়ুন: 'শ্বশুরের এলাকা'য় কালো পতাকা, জুতো দেখলেন Sovan-Baishaki

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) বাড়িতে বিজেপিতে (BJP) যোগদান। এরপর হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে প্রথম গেরুয়াশিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আর দলবদলের পর প্রথম ভাষণেই রাজ্যের তৃণমূল সরকার তীব্র আক্রমণ করেন তিনি। চ্যালেঞ্জ ছোঁড়েন, "২০২১-এর নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবেই। এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রতিশ্রুতি।" শাসকদলের উদ্দেশে হুঁশিয়ারির সুরে আরও বলেন, "আর ধমকে চমকে ভোট হবে না। আমরাও জানি কীভাবে ভোট করাতে হয়। এতদিন সেই শিক্ষা আমরাও পেয়েছি। এবার মানুষ নিরাপত্তার সাথে ভোট দেবে। অলিগলিতে একটাই কথা, চুপচাপ পদ্মে ছাপ।" 

আরও পড়ুন: 'আগামিকাল Haldia-য় থাকব', বাংলায় টুইট করে একাধিক প্রকল্প উদ্বোধনের কথা জানালেন Modi

ডুমুরজলা স্টেডিয়ামে কি পাল্টা জনভা করছে তৃণমূল? মন্ত্রী অরূপ রায়ের জবাব, 'কেন্দ্রের কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে এই সভা। দিল্লি থেকে লোক এনে সভা করে গিয়েছে বিজেপি। সভায় পাঁচ হাজার লোকও হয়নি। আগামীকাল তৃণমূলের সভায় ৪০ হাজার মানুষের জমায়েত হবে'। মন্ত্রীর দাবি, ওই সভায় বিজেপি-সহ অন্য় বিরোধী দল থেকে হাজার সাতেক কর্মী যোগ দেবেন শাসকদলে। 'হাজার সাতেক লোক কিনা, সন্দেহ। তার আবার যোগদান' , তৃণমূলকে পাল্টা বিজেপির হাওড়ার (সদর) সুরজিৎ সাহার।

.