Habra Fire: হাবরায় রেলবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল

রেললাইনের পাশেই দাউদাউ করে জ্বলছে আগুন! ভষ্মীভুত ৫০টি ঝুপড়ি। শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল।  'পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ফের ট্রেন চালু করা হবে', জানালেন পূর্ব রেলের জনসংযোগ  আধিকারিক একলব্য চক্রবর্তী। বিপাকে নিত্যযাত্রীরা।

Updated By: Dec 14, 2022, 07:34 PM IST
Habra Fire: হাবরায় রেলবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল

মনোজ মণ্ডল: হাবরায় রেলবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভষ্মীভূত হয়ে গেল ৫০টি ঝুপড়ি! ঘটনাস্থলে দমকলের ১ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতা চলছে আগুন নেভানোর কাজ। শিয়ালদহ-বনগাঁ শাখায় আপাতত বন্ধ ট্রেন চলাচল। বিপাকে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, হাবরা পুরসভার ১৭ এস পাম্পের পিছনেই রেলবস্তি। রেললাইনের পাশে ৫০টি ঝুপড়িতে বসবাস করেন বহু মানুষ। এদিন বিকেলে আচমকাই আগুন লেগে যায় সেই বস্তিতে। কীভাবে? আগুন লাগার কারণ স্পষ্ট নয় এখনও।

এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে অবশ্য প্রায় আধঘণ্টা পেরিয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে  ৫০টি ঝুপড়ি! তবে, হতাহতের কোনও খবর নেই। শেষ খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনও। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।.

আরও পড়ুন: Bogtui Massacre | Lalon Seikh: 'ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালন শেখের'

এদিকে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বনগাঁ রুটে বন্ধ লোকাল ট্রেন। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'দুর্ঘটনা ঠেকাতেই রেল ট্রেন চলাচলা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ফের ট্রেন চালু করা হবে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.