আসানসোলে গ্রেফতার মাওবাদী ও তার সঙ্গী
আসানসোলে গ্রেফতার হল এক মাওবাদী ও তার সঙ্গী। আসানসোলের কুলটি থানার বরাকর থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে। ধৃতের নাম জিতেন্দ্র সিং ওরফে টাইগার। তার সঙ্গী হরেরাম পাসওয়ান।
নিজস্ব প্রতিবেদন : আসানসোলে গ্রেফতার হল এক মাওবাদী ও তার সঙ্গী। আসানসোলের কুলটি থানার বরাকর থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে। ধৃতের নাম জিতেন্দ্র সিং ওরফে টাইগার। তার সঙ্গী হরেরাম পাসওয়ান।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে নাকা চেকিং চলছিল। সেইসময় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকর থেকে তাদের গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর ধৃত জিতেন্দ্র ওরফে টাইগার মাওবাদী কম্যান্ডার হিসেবে পরিচিত। ধৃতদের কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল ও ৫ রাউন্ড কাতুর্জ বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন, মাথা বাঁচাতে কড়া কেন্দ্র, হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা
কী কারণে ওই দুজন আসানসোলে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের এদিন আসানসোল আদালতে পেশ করা হয়।