Arjun Singh: 'বাংলাদেশের বহু জঙ্গি কলকাতায় আত্মগোপন করে আছে'! বিস্ফোরক দাবি অর্জুনের...
Arjun Singh: তৃণমূল নেতা কুনাল ঘোষকে 'শকুনি মামা' বলে কটাক্ষ করে বলেন, তিনি ব্যানার্জি পরিবার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছেন।
বরুণ সেনগুপ্ত: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেভাবে বঙ্গ বিজেপি বিরোধ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষ নিজেদের মোবাইল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করছে মনে করছে বিজেপি নেতারা। আগামীকাল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পেট্রাপোলে যাবেন অর্জুন সিং। পঙ্কজ দত্তের মৃত্যু নিয়েও এদিন মুখ খুললেন অর্জুন। তাঁর দাবি খুন করা হয়েছে পঙ্কজ দত্তকে। রাজ্য সরকার তাকে খুন করেছে বলে অভিযোগ অর্জুনের।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে পেট্রাপোলে, ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন গোলক-স্বপনরা
তৃণমূল নেতা কুনাল ঘোষকে 'শকুনি মামা' বলে কটাক্ষ করে বলেন, 'তিনি ব্যানার্জি পরিবার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছে কে ভালো কাজ করছে এই নিয়ে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা এ রাজ্যে তৃণমূলের নেতারা চুরি করে নিয়ে যাচ্ছে'।
রবিবার সকাল থেকে শ্যামনগর নেহেরু মার্কেট এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। আর এই অভিযানে ব্যাপক সাড়া পড়ছে বলে দাবি প্রাক্তন সাংসদের। পাশাপাশি এদিন বাংলাদেশ ইস্যু নিয়েও মুখ খুললেন অর্জুন সিং। তিনি বলেন, 'বাংলাদেশের বহু জঙ্গি কলকাতায় বা পশ্চিমবঙ্গে আত্মগোপন করে আছে এখান থেকে ফান্ড সংগ্রহ করছে। অস্ত্র সংগ্রহ করছে। ড্রাগ সংগ্রহ করছে। আর ওই দেশে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে ড্রাগ এডিট বানিয়ে কিছু মানুষকে ইসকনের উপর হামলা চালাচ্ছে। যেমন করে পাকিস্তানি জঙ্গি তৈরি করে ঠিক সেইভাবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)