বিদ্যুতের খুঁটির মাথায় ২২ ঘণ্টা! টানটান উত্তেজনার পর 'নাটকীয়' পরিণতি
হাত ফসকাতেই কয়েকটি ভল্ট খেয়ে নীচে পড়েন ওই ব্যক্তি।
নিজস্ব প্রতিবেদন : শনিবার বিকেল ৪টে থেকে রবিবার দুপুর ২টো। বিদ্যুতের খুঁটির মাথায় ২২ ঘণ্টার টানটান 'নাটক'! শেষমেশ হাত ফসকে মাটিতে পড়তেই 'নাটকে'র যবনিকা পতন। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়াকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অন্ডালে। যদিও 'নাটকীয়ভাবেই' প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি।
দুর্গাপুরের অন্ডালে বাবুইসোল গ্রামের উপর দিয়ে প্রায় ৩৩ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তার গেছে। শনিবার বিকেল ৪টে নাগাদ হঠাত্ই স্থানীয়রা লক্ষ্য করেন, সেই হাইটেনশন তারের বিদ্যুতের খুঁটির মাথায় চড়ে বসেছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় অন্ডাল থানায়। ঘটনাস্থলে আসেন বিদ্যুত বিভাগের কর্মীরাও। কিন্তু, হাজার ডাকাডাকিতেও নীচে নামতে রাজি হননি ওই ব্যক্তি। এদিকে, ওই হাইটেনশন তারে প্রায় ৩৩ হাজার ভোল্ট বিদ্যুত রয়েছে। ফলে একটু বেসামাল হলেই, ওই ব্যক্তির বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার আশঙ্কা করতে থাকেন বিদ্যুত বিভাগের কর্মীরা।
আরও পড়ুন, ফেসবুকে 'লাইভ' আত্মহত্যা যুবকের, রেকর্ডেড ভিডিও দেখে জানল সবাই
এভাবে সারা রাত কেটে যায়। রবিবার সকালেও ওই ব্যক্তিকে বুঝিয়ে-সুঝিয়ে নীচে নামানোর চেষ্টা ব্যর্থ হয়। এরপর বেলা প্রায় ২টো নাগাদ আচমকাই হাত ফসকে যায় ওই ব্যক্তির। সঙ্গে সঙ্গেই কয়েকটি ভল্ট খেয়ে নীচে পড়েন ওই ব্যক্তি। আগে থেকেই প্রস্তুত ছিলেন বিদ্যুত বিভাগের কর্মীরা ও পুলিস। খুঁটির নীচে বড় প্লাস্টিকের চাদর বিছিয়ে ধরে রেখেছিলেন তাঁরা। হাত ফসকাতেই ওই প্লাস্টিকের চাদরের উপর পড়ে যান ওই ব্যক্তি। ফলে প্রাণে বেঁচে যান তিনি।
আরও পড়ুন, গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে ছড়ানো হল সোশ্যাল মিডিয়ায়
উদ্ধারের পর ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিত্সার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, ওই ব্যক্তির নাম-পরিচয় সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। দেখুন, সেই ভিডিও-