সিনেমার কায়দায় স্টান্টবাজি! বাইক-দুর্ঘটনায় মৃত্যু
Updated By: Oct 27, 2017, 10:06 AM IST
নিজস্ব প্রতিনিধি: সিনেমার কায়দায় বাইক নিয়ে স্টান্টবাজি। পরিণতি হল মর্মান্তিক। বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম পীযুষ মাইতি। আহত হয়েছেন আরও এক যুবক। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকার ঘটনা।
আরও পড়ুন: মেদিনীপুর শহরে যুবকের বুক পকেটে ফাটল মোবাইল ফোন!
বৃহস্পতিবার রাতে ফাঁকাই ছিল রাস্তা। বাইক নিয়ে স্টান্টবাজি করতে যান প্রতাপগড়ের বাসিন্দা দুই বন্ধু। সিনেমার কায়দায় তাঁরা স্টান্ট করছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় দুটি বাইকই। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় পীযূষ মাইতির। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বন্দু হরিপদ রানাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাঁর চোটও গুরুতর বলে চিকিত্সকরা জানিয়েছেন।
আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭