কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার আগে পদত্যাগ করা উচিত ছিল মমতার, দাবি বিজেপির

জয়প্রকাশবাবু বলেন,'এখন ভোটে হেরে ওনার কাটমানি ফেরত দেওয়ার কথা মনে পড়েছে। তার আগে রাজ্যবাসীকে দুর্নীতির কথা জেনেও সুশাসন দিতে না-পারায় ওনার পদত্যাগ করা উচিত।' 

Updated By: Jun 25, 2019, 08:04 PM IST
কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার আগে পদত্যাগ করা উচিত ছিল মমতার, দাবি বিজেপির

নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার আগে পদত্যাগ করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই বিঁধলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। 

 

এদিন তিনি বলেন, 'কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। রাজ্যজুড়ে যে বিপুল দুর্নীতি হয়েছে তার সব খবর মমতার কাছে ছিল। তার পরও চুপ করে বসেছিলেন তিনি। এখন ভোটে হেরে ওনার কাটমানি ফেরত দেওয়ার কথা মনে পড়েছে। তার আগে রাজ্যবাসীকে দুর্নীতির কথা জেনেও সুশাসন দিতে না-পারায় ওনার পদত্যাগ করা উচিত।' 

ঘাটালে কাটমানি ফেরত দেওয়া শুরু করল তৃণমূল, পালটা বিজেপির বিরুদ্ধে জুলুমের অভিযোগ

গত ১৮ জুন কলকাতার নজরুল মঞ্চে পুর প্রতিনিধিদের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই রাজ্যজুড়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ হতে থাকে। ময়দানে নামে বিজেপিও। কাটমানি ফেরত পেতে তাঁরা আইনি সাহায্য দেবে বলে জানায় বিজেপির যুব মোর্চা। মঙ্গলবার বিধানসভাতেও উত্থাপিত হয়েছে এই প্রসঙ্গ।  

.