Tamluk: আজীবন ওঁর কানে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি, মমতাকে নন্দীগ্রামের হার মনে করালেন শিশিরপুত্র
ভবানীপুর উপনির্বাচনে জয় নিয়েও আশাবাদী নন্দীগ্রামের বিধায়ক
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরেও হারবেন তৃণমূল নেত্রী। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করার চব্বিশ ঘণ্টার মধ্যে তাঁকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
শনিবার তমলুকের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে ভবানীপুর উপনির্বাচন কথা টেনে আনেন শুভেন্দু। নন্দীগ্রামে মমতার হারের প্রসঙ্গও তুলে আনেন। এদিন তিনি বলেন, কে বলেছিল ওঁকে নন্দীগ্রামে দাঁড়াতে? প্রায় ৮০ হাজার ভোটে ওঁকে জিতিয়ে দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত নন্দীগ্রামের মানুষ আমাকে ১৯৫৬ ভোটে জিতিয়েছেন। যতদিন উনি বাঁচবেন ততদিন ওঁর কানের কাছে বাজবে, শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি।
আরও পড়ুন-Midnapur: তৃণমূল ছেড়ে যিনি এখন বিধানসভায় বিরোধী নেতা তাঁকে তলব নয় কেন: সূর্যকান্ত
এদিকে ভবানীপুর উপনির্বাচনে জয় নিয়েও আশাবাদী নন্দীগ্রামের বিধায়ক। ভবানীপুরে দলের এক নতুন মুখকে দাঁড় করানো হলেও শুভেন্দুর দাবি, ভবানীপুরে জিতবে বিজেপি। কারণ বেকারত্ব ঘরে ঘরে। ভোটারদের বলব, বাড়ি থেকে বেরিয়ে আসতে। পশ্চিমবঙ্গকে তালিবানি রাজত্ব থেকে বাঁচাতে হবে। পদ্মফুলে ভোট দিতে হবে।
আরও পড়ুন-WB By-Poll: 'দিদি'-র কেন্দ্রে প্রচারে Firhad, Mamata-কেও বলব আমাকে ভোট দিন: Priyanka
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে শুভেন্দু বলেন, একজন তৃণমূল প্রার্থী যিনি ১ লাখ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন। আর অন্য বিজেপি প্রার্থী মাঠ ঘাটে ঘুরে বেড়িয়েছেন। ঘরছাড়াদের ঘরে ঢুকিয়েছেন। অত্যাচারিত মানুষদের পাশে থেকেছেন। ভবানীপুরের লড়াই কার্যত ভোট পরবর্তী অশান্তির বিরুদ্ধে লড়াই। এই লড়াই অভিজিত্ সরকারের মায়ের চোখের জলের লড়াই। মানুষকে ঠিক করতে হবে, ভবানীপুরের মানুষ লক্ষাধিক মানুষকে ঘরছাড়া করা, নারীদের সম্ভ্রম লুঠ করা তৃণমূলের পাশে থাকবে নাকি অভিজিত্ সরকারের মতো মানুষদের পাশে থাকবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)